আসসালামুআলাইকুম
আশা করি ভাল আছেন?
প্রযুক্তিগত দিক দিয়ে দেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে তাই প্রযুক্তিপ্রেমীদের মন ভাল থাকার-ই কথা।
ঠিকানা আর পুরো পথের ছবি দেখিয়ে আপনাকে ঠিকানায় পৌঁছে দেবে গুগলের স্ট্রিট ভিউ সুবিধা। বর্তমানে ৬৬ টি দেশে গুগল দিচ্ছে এ সুবিধা।সবাই জানেন যে গত ২১ জানুয়ারি গুগল স্ট্রিট ভিউ সুবিধার তালিকায় যুক্ত
হয়েছে বাংলাদেশের নাম।আর গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশে গুগল স্ট্রিট ভিউ সুবিধা চালুর আনুষ্ঠানিক ঘোষনা দেন।রাজধানী ঢাকা, চট্টগ্রাম মহানগর এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিখুঁত স্থান বা স্থাপনা খুঁজে পাওয়া যাবে।
আপনার এন্ড্রয়েড স্মার্টফোনে গুগল স্ট্রিট ভিউতে ছবি দেখতে চাইলে আপনাকে স্ট্রিট ভিউ এপস-টি ব্যবহার করতে হবে।
ডাউনলোড লিঙ্ক:- এখানে ক্লিক করুন ।।
» File size: 2.27 MB
» Current Version : 1.06
» Requires Android : 4.0.3 and up
ডাউনলোড করার নিয়ম:-
এপস-টি ইন্সটল করে অপেন করুন।উপরে সার্চ বক্সে আপনি যে জায়গা দেখতে চান তা লিখে সার্চ করুন, স্ট্রিট ভিউ চলে আসবে। স্ট্রিট ভিউ লেখায় ক্লিক করলে আপনি ওই এলাকার পথের ছবি দেখতে পারবেন। এবার যখন স্ট্রিট ভিউ চালু হয়ে যাবে।
যেহেতু ছবিটি ৩৬০ডিগ্রিতে দেখা যাবে, তাই চাইলে নির্দিষ্ট এলাকার পুরো ছবিটিই দেখতে পাবেন।
মানচিত্রে থাকা অবস্থায়ই যদি যে এলাকা দেখতে চান, তার কোন কোন জায়গায় স্ট্রিট ভিউ সুবিধা আছে সেটিও
দেখে নিতে পারেন। এ জন্য মানচিত্রের ডান পাশে থাকা হলুদ রঙের ছবিটিতে ক্লিক করুন।
কেমন লাগল? ভাল না খারাপ? নাকি কোন সমস্যা হল? কমেন্ট করে জানাবেন। ভাল থাকুন, সুস্থ থাকেন এবং পিসিহেল্পসেন্টারবিডি এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।
Tsu তে আমি ।।