অ্যাপ্লিকেশনটিতে থাকছেঃ
#থাকছে মামলা নম্বর সাবমিট করে অনলাইনে মামলার বিস্তারিত জানার সুযোগ।
#নারী নির্যাতন, শিশু ও প্রতিবন্ধীদের জন্য সরকারী সংস্থা, NGO এবং মানবাধিকার সংস্থার বিস্তারিত তথ্য।
এসকল সংস্থার সাথে অনলাইনে যোগাযোগ, ফর্ম ডাউনলোড এবং Appointment নেওয়ার অনলাইন সুবিধা।
#থাকছে Emergency Support. থাকছে আপনার বর্তমান অবস্থান শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে আপনার নিকটস্থ পুলিশ বা RAB কার্যালয় খুঁজে পাবার এবং ম্যাপিং এর মাধ্যমে সেখানে কিভাবে যেতে পারেন তার নির্দেশনা।
#আরও থাকছে জরুরী প্রয়োজনে পুলিশ ব্লাডব্যাংকের অনলাইন সেবা।
#কোর্ট ফি ছাড়াই দরিদ্র মানুষের জন্য আইনী সেবা ও সরকারী সহায়তার খুঁটিনাটি।
#রয়েছে অনলাইনে GD করার সুযোগ। জিডি ও মামলা করার প্রয়োজনীয় দিক নির্দেশনা।
#রয়েছে দৈনন্দিন জীবনের জন্য অতি প্রয়োজনীয় আইনি তথ্য ও গাইডলাইন্স।
#এছাড়াও রয়েছে উকিলদের মেম্বারশিপ নেওয়ার সুযোগ এবং অ্যাপ সম্বন্ধে মতামতের সুবিধা সহ আরও কিছু অনলাইন সেবা।