আসসালামু অলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি সবাই খুব ভালো ও সুস্থ আছেন । অনেক দিন পর ব্লগে পোস্ট করতে আসলাম আশাকরি আমাকে আপনারা ভুলে যাননি । যাই হোক আজকে আমি আপনাদের সাথে আপনাদের প্রিয় ব্লগ পিসি হেল্প সেন্টার বিডি এর এনড্রয়েড মোবাইল অ্যাপ শেয়ার করবো এই অ্যাপ টি আপনার ব্লগে ইন্সটল করে খুব সহজে পিসি হেল্প সেন্টার ব্লগে ভিজিট করতে পারবেন । সাইজ খুবি ছোট্ট মাত্র ৫০০ কেবি মতো তাহলে নিচে থেকে অ্যাপ টি ডাউনলোড করুনে এবং আরও সহজে এই ব্লগে ভিজিট করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ।

 

 

Screenshot_5

 

 

আর বেশি কিছুই বলার নেই নিচে থেকে ডাউনলোড করে নিন ডাউনলোড লিঙ্ক মিডিয়া ফাইর লিঙ্ক দেওয়া হছে আশাকরি ডাউনলোড করতে কোন রকম সমস্যা হবে না । এটা আপনি পিসি দিয়ে ডাউনলোড করে এনড্রয়েড মোবাইলে ইন্সটল করতে পারবেন ।

 

ডাউনলোড এনড্রয়েড মোবাইল অ্যাপ

http://www.mediafire.com/download/kosthdkr13lml9d/_pchelpcenterbd.apk

আপনিও যদি আপনার ব্লগের জন্য এই ধরনের অ্যাপ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ব্লগ এখানে → এসো বন্ধু । ব্লগার টিপস , পিসি টিপস 

 

তাহলে আজকের মতো এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন কোন রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করুন । বিভিন্ন টিপস পেতে এই ব্লগেও ভিজিট করতে পারেন এসো বন্ধু । ভালো থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু অলাইকুম ।