সবজির শ্রেণীবিন্যাস

উদ্ভিদের অঙ্গবিন্যাস ও গঠনের উপর ভিত্তি করে সবজিকে নিম্নলিখিতভাবে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়ঃ

মূল জাতীয় সবজি(Root Crops) মুলা,গাজর,শালগম,বীট,মিষ্টি আলু,আদা ইত্যাদি।
কান্ড জাতীয় সবজি(Tubers) গোল আলু,কচু,ওলকচু,আদা গ্লোব আর্টিচোখ,সিলেরি,মাশরুম,ফ্লোরেন্স ফিনেল,রেউচিনি গাছ ইত্যাদি।
পাতা জাতীয় সবজি(Leafy Crops) বীট পাতা,ধনিয়া পাতা,লাল শাক,পুদিনা পাতা,লেটুস,পালংশাক,পুঁইশাক,কর্ণসালাদ ইত্যাদি।
কপি জাতীয় সবজি(Cole Crops) বাঁধাকপি,ওলকপি,ফুলকপি,ব্রোকলি ইত্যাদি।
কন্দ জাতীয় সবজি(Bulb Crops) পেঁয়াজ,রসুন ইত্যাদি।
ফল জাতীয় সবজি(Fruit Crops) টমেটো,মরিচ,সজিনা,বেগুন,মিষ্টি কুমড়া ইত্যাদি।
শিম জাতীয় সবজি(Beans Crops) দেশি শিম,ঝাড় শিম,মটরশুঁটি ইত্যাদি।
লতা জাতীয় সবজি(Creeping Plant Crops) কাঁকরোল,চালকুমড়া,চিচিঙ্গা,ঝিঙা,ধুন্দল,পটল,বরবটি ইত্যাদি।
মশলা জাতীয় সবজি(Spices Crops) হলুদ,তেজপাতা,দারুচিনি,গোলমরিচ,মৌরি ইত্যাদি।