বাংলাদেশে ডাল ফসলের চাষ এলাকার মধ্যে মৃত্তিকার গুনাবলী ও বৃষ্টিপাত বিশেষভাবে উল্লেখযোগ্য। বৃষ্টিপাতের পরিমাণের ভিত্তিতে দেশে বিভিন্ন ডাল ফসলের এলাকা নিচে উল্রেখ করা হলো-
ছোলা ও মসুরঃ বৃহত্তর ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, পাবনা ও রাজশাহী। মোট এলাকার প্রায় ৮৫%। এটি গঙ্গা প্লাবনভূমি।
মাশকলাইঃ নবাবগঞ্জ, পাবনা, যশোর, ফরিদপুর, কুষ্টিয়া, নীলফামারী, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও। মোট এলাকার প্রায় ৮০%। এটি গঙ্গা, যমুনা ও তিস্তা প্লাবনভূমি।
মুগকলাইঃ বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, মোট এলাকার প্রায় ৬০%। এটি মেঘনা প্লাবনভূমি।
খেসারিঃ রাজশাহী, পাবনা, ফরিদপুর, নেত্রকোণা। এটি গঙ্গা প্লাবনভূমি।
গোমটরঃ চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, ভোলা, বান্দরবান। এটি পাহাড়ি এলাকা ও পাদভূমি।
অড়হরঃ যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, চট্টগ্রাম।এটি গঙ্গা প্লাবনভূমি ও পাহাড়ি পাদভূমি।