টিএসপি সার সাধারণত অম্ল স্বাদযুক্ত এবং ঝাঁঝালো গন্ধ থাকে। একমুঠো টিএসপি সার নাকের কাছে নিযে শ্বাস গ্রহন করলে তীব্র ঝাঁঝালো গন্ধ অনুভব হয়। এক চামচ টিএসপি সার আধা গ্লাস পানিতে মিশালে দ্রবীভুত হয়ে পরিক্ষার দ্রবণ তৈরি করবে। ভেজাল টিএসপি সার পানিতে ঘোলা দ্রবণ তৈরি করবে। টিএসপি সার পানিতে গলতে একটু সময় লাগে। তবে সম্পূর্রুপে গলে যায়্। ভেজাল টিএসপি সার সম্পূর্রুপে গলে না। গ্লাসের নিচে তলানি পড়ে।

টিএসপি সার খুব শক্ত্ তাই দুই আঙ্গুলের নখের মাঝে রেখে চাপ দিলে সহজে গুড়ে হবে না। ভেজাল টিএসপি সার একইভাবে নখের চাপ দিলে গুড়ো হয়ে যাবে এবং গুড়ো নানা রঙের হতে পারে।