ইউরিয়া সারের পরিচিতি
মোঃ আবুল বাশার | ১,২৮৪ বার পঠিত | মে ২৮, ২০১৪ | কৃষি তথ্য ও প্রযুক্তি | No | ১১:৫৬ AM |
ইউরিয়া সারের পরিচিতিঃইউরিয়া সারের পরিচিতিঃ ইউরিয়া সার যেহেতু বাংলাদেশে কৃষক সমাজে ব্যাপকভাবে পরিচিত এবং বেসরকারী খাতে উৎপাদন হয়না, তদুপরি এই সারে ব্যাপক হারে সরকারীভাবে ভর্তুকী প্রদানের ফলে দাম তুলনামূলকভাবে অন্যান্য সারের চেয়ে কম। তাই এই সারে ভেজালের মাত্রা তুলনামূলক বিচারে খুবই কম। বর্তমানে ছোট আকৃমির (০.৯) সাদা দানা (USG), বড় আকৃতির (১.৭/২.৭) ধবধবে সাদা দানাদার (USG) এবং প্রিল এই তিন আকৃতির সার বাজাজাত হচ্ছে। ইউরিয়া সার কোন অবস্থাতেই স্ফটিক আকারে হবে না। ইউরিয়া সারে নূন্যতম শতকরা ৪৬ ভাগ মোট নাইট্রোজেন (N) থাকে।
ইউরিয়ার সার ভেজালের প্রকৃতি ও ধরণঃএ পর্যন্ত ইউরিয়া সারের নমুনায় কোন প্রকার ভেজাল সনাক্ত করা যায়নি। তবে কোন কোন ক্ষেত্রে mis branding সনাক্ত করা গেছে অর্থাৎ এক প্রকার সারের প্যাকেটের মধ্যে অন্য প্রকার সারের অস্তিত্ব পাওয়া গেছে।

সূত্রঃ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
১,২৮৪ বার পঠিত | মে ২৮, ২০১৪ | ১১:৫৬ AM