কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
প্রশ্নঃ ইঁদুর চলাফেরার রাস্তা সবসময় কেমন রাখে?
উত্তরঃ পরিস্কার।
প্রশ্নঃ ইঁদুর দমনের জন্য কয় ধরণের বিষ ব্যবহার করা হয়?
উত্তরঃ দুই ধরণের।
প্রশ্নঃ ক্ষেতের নমুনা ক্ষতির হিসাব কি?
উত্তরঃ কর্তিত গাছ/মোট গাছ ×১০০=% ক্ষতি
প্রশ্নঃ ইঁদুরের চারিত্রিক বৈশিষ্ট্য কি?
উত্তরঃ আবর্জনা স্তুপ ইঁদুরকে আকর্ষণ করে।
প্রশ্নঃ ইঁদুর মারা জন্য ব্যবহৃত বিষের নাম কি?
উত্তরঃ জিঙ্ক ফসফাইড বিষ।
প্রশ্নঃ উদ্ভিদ রোগ সম্পর্কে বেশি গবেষণা কোথায় হয়েছে?
উত্তরঃ ইউরোপে।
প্রশ্নঃ বাংলাদেশে প্রথম উদ্ভিদ রোগ বিজ্ঞানীর নাম কি?
উত্তরঃ ড. মো.ইসাহাক।
প্রশ্নঃ বাংলাদেশে খাদ্যেশস্যের সংঘটিত রোগের সংখ্যা কতটি?
উত্তরঃ ৭২ টি।
প্রশ্নঃ রোগের জন্য খাদ্যেশস্যে ক্ষতির পরিমাণ কত?
উত্তরঃ শতকরা ১০ ভাগ।
প্রশ্নঃ মাইকোলজি অর্থ কি?
উত্তরঃ ছত্রাকতত্ত্ব।
প্রশ্নঃ নেমাটোলজি অর্থ কি?
উত্তরঃ কৃমিতত্ত্ব।