কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী

প্রশ্নঃ ফসল উৎপাদনের জন্য মৌলিক উপকরণের নাম কি?

উত্তরঃ বীজ।

প্রশ্নঃ বর্তমানে পৃথিবীর কতটি দেশে বীজ পরীক্ষাগারে রয়েছে?

উত্তরঃ ৬০-৭০ টি দেশে।

প্রশ্নঃ বজি প্রযুক্তির ধাপ কয়টি?

উত্তরঃ ৬টি।

প্রশ্নঃ বীজ কোথা হতে হয়?

উত্তরঃ ফুল হতে।

প্রশ্নঃ প্রকৃত বীজের নাম কী?

উত্তরঃ ধান বীজ।

প্রশ্নঃ উদ্ভিদের বংশ বিস্তারের প্রধান মাধ্যম কী?

উত্তরঃ বীজ।

প্রশ্নঃ বীজত্বকের কাজ কী?

উত্তরঃ বীজ সারকে রক্ষা করা।

প্রশ্নঃ বীজরন্দ্রের মাঝ দিয়ে কি বেরিয়ে আসে?

উত্তরঃ ভ্রুণমূল।

প্রশ্নঃ আলুর সুতলী পোকা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়?

উত্তরঃ আলোর ফাঁদের সাহয্যে।

প্রশ্নঃ জৈবিক দমন পদ্ধতির মূলকথা কী?

উত্তরঃ একটি জীব দ্বারা অন্য একটি জীবের সংখ্যা কমানো।