ইউনিট-২: বাংলাদেশের কৃষিখাতঃ ফসল, মৎস্য, পশুসম্পদ ও বন (২য় পাঠ)
৪৫। বাংলাদেশে প্রকৃত বনভূমির আয়তন কত?
(ক) ১৭ ভাগ
(খ) ৯ ভাগ
(গ) ৭ ভাগ
(ঘ) ২০ ভাগ
৪৬। গুরুত্ব অনুযায়ী বনের অবদানকে কয়ভাগে ভাগ করা যায়?
(ক) দুই ভাগে
(খ) তিন ভাগে
(গ) চার ভাগে
(ঘ) পাঁচ ভাগে
৪৭। বনভূমি কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে?
(ক) কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে
(খ) অক্সিজেন ত্যাগ করে
(গ) নাইট্রোজেন শোষণ করে
(ঘ) অক্সিজেন ত্যাগ করে ও কার্বন ডাই অক্সাইড শোষণ করে
৪৮। উপকূলীয় বনভূমির সবচেয়ে বড় উপকরণ কোনটি?
(ক) জ্বালানি কাঠ সবরাহ
(খ) বন্য প্রাণী ও পাখপাখালির
(গ) ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস প্রতিরোধ
(ঘ) বিদেশি পর্যটকদের আকর্ষণ
৪৯। প্রতিবেশ পর্যটন কি?
(ক) সমুদ্র উপকুল ভ্রমণ
(খ) বনের নৈসর্গিক সৌন্দর্য এবং নির্জনতা উপভোগের জন্য ভ্রমণ
(গ) বন্য প্রাণী শিকারের জন্য ভ্রমণ
(ঘ) শিক্ষামূলক ভ্রমণ
৫০। পাহাড়ি বন বনজ সম্পদ সববরাহ ছাড়া আর কি উপকার করে?
(ক) নানা প্রকার বন্য প্রাণীর আশ্রয় স্থল হিসেবে কাজ করে
(খ) পাহাড়ি নদীগুলোর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে
(গ) ঝুম চাষের সুবিধা হয়
(ঘ) সামরিক বাহিনীর প্রশিক্ষণ ক্ষেত্ররুপে ব্যবহার করা হয়।
৫১। সমতলভূমির বনের প্রধান গাছ কি?
(ক) কেওড়া
(খ) সুন্দরি
(গ) শাল
(ঘ) সেগুন
৫২। কোন ধরনের বনে এখন আর বাঘ দেখা যায় না?
(ক) সমতল ভূমির বনে
(খ)েউপকূলীয় বনে
(গ) পাহাড়ি বনে
(ঘ) গ্রামীণ বনে
৫৩। সুন্দরবন কি কারণে পৃথিবী বিখ্যাত
(ক) সুন্দরি কাঠের জন্য
(খ) বৃহত্তম উপকূলীয় বন বলে
(গ) চিত্রা হরিণ ও রয়েল বেঙ্গল টাইগারের জন্য
(ঘ) বৃহত্তম উপকূলীয় বন ও রয়েল বেঙ্গল টাইগারের জন্য
৫৪। গ্রামীণ বন থেকে আমরা কাঠ ছাড়া উল্লেখযোগ্য কি পেয়ে থাকি?
(ক) পাহাড়ি বন
(খ) সমতল ভূমির বন
(গ) উপকূলীয় বন
(ঘ) গ্রামীণ বন
৫৫। গ্রামীণ বন থেকে আমরা কাঠ ছাড়া উল্লেখযোগ্য কি পেয়ে থাকি?
(ক) ফুল
(খ) মধু
(গ) ফলফলাদি
(ঘ) গ্রামীণ সৌন্দর্য
৪৫।(ক) | ৪৬।(খ) | ৪৭।(ঘ) | ৪৮।(গ) | ৪৯।(খ) | ৫০।(খ) | ৫১।(গ) | ৫২।(ক) | ৫৩।(ঘ) | ৫৪।(খ) | ৫৫।(গ) |