ইউনিট-১: বাংলাদেশের কৃষির প্রাথমিক ধারণা (২য় পাঠ)

১৭।.  বাংলাদেশের কোন অঞ্চলে অনেক দ্বীপ আছে?

(ক) চট্টগ্রামের উপকূলবর্তী সমভূমি অঞ্চল

(খ) ব-দ্বীপ অঞ্চলীয় সমভূমি অঞ্চল

(গ) পাদদেশীয় পলল সমভূমি অঞ্চল

(ঘ) কুমিল্লা সমভূমি অঞ্চল

১৮।    বাংলাদেশের নিট আবাদি জমির পরিমাণ কত?

(ক) ৮৭,৯৮,২১০ হেক্টর

(খ) ৮০,৮৫,০২০ হেক্টর

(গ) ৯৪,৮৫,৬২১ হেক্টর

(ঘ) ৫,৩৩,২৭০ হেক্টর

১৯।    বাংলাদেশের মোট ফসলি জমির পরিমাণ কত?

(ক) ১,৩০,০০,০০০ হেক্টর

(খ) ১,৩৫,২৭,০০০ হেক্টর

(গ) ১৪,৩০,৫০০০ হেক্টর

(ঘ) কোনটি নয়।

২০।    জলবায়ুর ভিত্তিতে বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে?

(ক) ৬টি

(খ) ৭টি

(গ) ৮টি

(ঘ) ৯টি

২১।    নিচের কোনটি আবহাওয়ার উপাদান নয়?

(ক) বায়ু প্রবাহের দিক

(খ) বায়ুর গতি

(গ) সমুদ্র হতে দূরত্ব

(ঘ) সমুদ্রস্রোত

২২।    চাষকৃত শস্যের ফলন কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়?

(ক) আবহাওয়া

(খ) জলবায়ু

(গ) বৃষ্টিপাত

(ঘ) বৃষ্টিপাত ও তাপ

২৩।    দিনের দৈর্ঘ্য বেশি হলে কি ঘটে?

(ক) সুর্যকিরণ লম্বভাবে পড়ে

(খ) বৃষ্টিপাত বেশি হয়

(গ) বৃষ্টিপাত কম হয়

(ঘ) তাপমাত্রা বেশি হয়

২৪।    আবহাওয়া ও জলবায়ুকে নিচের কোন উপাদানটি প্রভাবিত করে না?

(ক) সমুদ্র পৃষ্ট হতে উচ্চতা

(খ) জনসংখ্যার আধিক্য

(গ) ভূমির প্রকৃতি

(ঘ) সমুদ্রস্রোত

২৫।    জলবায়ুকে কয় ভাগে ভাগ করা যায়?

(ক) ২ ভাগে

(খ) ৪ ভাগে

(গ) ৬ ভাগে

(ঘ) ৭ ভাগে

২৬।    কৃষি তথা ফসল উৎপাদনের ওপর জলবায়ুর প্রভাব কতটুকু?

(ক) জলবায়ুর ওপর প্রভাব সামান্য

(খ) সম্পূর্ণভাবে জলবায়ুর ওপর নির্ভরশীল

(গ) জলবায়ুর কোন প্রভাব নেই

(ঘ) জলবায়ুর প্রভাব নিরপেক্ষ

২৭।    তৃনভূমি গড়ে উঠে কোন অঞ্চলে?

(ক) নাতিশীতোষ্ণ অঞ্চল

(খ) প্রচুর বৃষ্টিপাত হয় এরুপ অঞ্চলে

(গ) সারা বৎসর অল্প বৃষ্টিপাত হয় এরুপ অঞ্চলে

(ঘ) সারা বৎসর বৃষ্টিপাত হয় এরুপ অঞ্চলে

২৮।    বনভূমি গড়ে উঠতে কোনটি দরকার?

(ক) উর্বর সমভূমি ও উচ্চ তাপমাত্রা

(খ) প্রচুর বৃষ্টিপাত ও বনভূমি

(গ) জলাভূমি ও সীমিত বৃষ্টিপাত

(ঘ) উচ্চ তাপমাত্রা ও প্রচুর বৃষ্টিপাত

২৯।    শিল্পকারখানায় কাঁচামাল উৎপাদন ও সরবরাহের ওপর জলবায়ুর প্রভাব কতটুকু?

(ক) সামান্য

(খ) অনেকখানি

(গ) কোনই প্রভাব নেই

(ঘ) প্রভাব নিরপেক্ষ

৩০।    দুর্যোগ কি?

(ক) এক প্রকার বিপর্যয়

(খ) প্রকৃতি ও মানুষ  সৃষ্ট অবস্থা

(গ) প্রযুক্তিগত প্রভাব

(ঘ) মানুষ সৃষ্ট অবস্থা

৩১।    দেশে বন্যা ঝুঁকি পূর্ণ এলাকার পরিমাণ কত?

(ক) ৩১.৫ লক্ষ হেক্টর

(খ) ৩১.৮ লক্ষ হেক্টর

(গ) ৪১.৫ লক্ষ হেক্টর

(ঘ) ৪১.৮ লক্ষ হেক্টর

৩২।    দেশে খরা ঝুঁকি পূর্ণ এলাকার পরিমাণ কত?

(ক) ২২.০ লক্ষ হেক্টর

(খ) ২৪.০ লক্ষ হেক্টর

(গ) ২৬.০ লক্ষ হেক্টর

(ঘ) ২৮.০ লক্ষ হেক্টর

৩৩।    রোপা আমনে খরা এড়ানোর জন্য সতকৃতা হিসেবে তুমি কৃষকদের কি পরামর্শ দিবে?

(ক) নাবি রোপা আমনের পরিবর্তে সম্ভব হলে আগাম রোপা আমন আবাদ করতে

(খ) পূর্ব হতে সেজ যন্ত্রাদি প্রস্তুত রাখতে

(গ) ভালভাবে চাষ দিয়ে মাটির আর্দ্রতা সংরক্ষণ করা

(ঘ) কোনটাই না

১৭।(খ) ১৮।(খ) ১৯।(×) ২০।(ক) ২১।(ঘ) ২২।(ক) ২৩।(ঘ) ২৪।(খ) ২৫।(গ)
২৬।(খ) ২৭।(গ) ২৮।(ঘ) ২৯।(খ) ৩০।(খ) ৩১।(খ) ৩২।(ক) ৩৩।(ক)