ইউনিট-১: বাংলাদেশের কৃষির প্রাথমিক ধারণা (১ম পাঠ)
১। কৃষি কি?
(ক) জমি কর্ষণ
(খ) ফসলের আবাদ করা
(গ) বীজ বপন করা
(ঘ) জমি কর্ষণ করে ফসলের আবাদ করা
২। একক খাত হিসাবে জাতীয় অর্থনীতিতে কৃষির গুরুত্ব কতটুকু?
(ক) খুবই কম
(খ) মোটামুটি
(গ) সবচেয়ে বেশি
(ঘ) উল্লেখযোগ্য
৩। খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে এই উপমহাদেশের মানুষের প্রধান জীবিকা কি ছিল?
(ক) কৃষি
(খ) শিল্প
(গ) শিকার
(ঘ) ব্যবসা
৪। সবৃপ্রথম বাংলাদেশে কৃষি গবেষণা ল্যাবরেটরি প্রতিষ্ঠিত হয়ে কত সালে?
(ক) ১৮৮০ সালে
(খ) ১৯০১ সালে
(গ) ১৯০৩ সালে
(ঘ) ১৯০৮ সালে
৫। বাংলাদেশে কৃষি গবেষনা ও কৃষি শিক্ষা বিভাগ প্রতিষ্ঠিত হয় কত সালে?
(ক) ১৯০১ সালে
(খ) ১৯৫১ সালে
(গ) ১৯৫৭ সালে
(ঘ) ১৯৫৮ সালে
৬। বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত?
(ক) ২৪.৩৬%
(খ) ২৩.৪৬%
(গ) ৩৪.৪৬%
(ঘ) ৩৫.৪৬%
৭। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সৃষ্টি হয়?
(ক) ৪টি সংস্থাকে একত্রিভূত করে
(খ) ২টি সংস্থাকে একত্রিভূত করে
(গ) ৫টি সংস্থাকে একত্রিভূত করে
(ঘ) ৬টি সংস্থাকে একত্রিভূত করে
৮। কৃষির উপখাতগুলোর মধ্যে জিডিপিতে কোন উপখাতের অবদান সবচেয়ে বেশি?
(ক) ফসল উপখাত
(খ) বন উপখাত
(গ) মৎস্য সম্পদ উপখাত
(ঘ) পশু সম্পদ উপখাত
৯। কৃষি নীতির মূল উদ্দেশ্য-
(ক) দেশের উৎপাদন বৃদ্ধি করা
(খ) দেশের অর্থনৈতিক উন্নয়ন করা
(গ) অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা
(ঘ) টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা
১০। এদেশের কৃষিতে সংখ্যাগরিষ্ঠ কারা?
(ক) বড় কৃষক
(খ) মাঝারি কৃষক
(গ) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক
(ঘ) মহিলা কৃষক
১১। বাংলাদেশের মোট আয়তন কত?
(ক) ১,৪৭,৭৯৯ বর্গ কি.মি
(খ) ১,৪৭,৫৭০ বর্গ কি.মি
(গ) ১,৪৭,৬৭০ বর্গ কি.মি
(ঘ) ১,৪৭,৮৭০ বর্গ কি.মি
১২। বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত?
(ক) ৮১০ জন
(খ) ৮৯০ জন
(গ) ৯১০ জন
(ঘ) ৯৮০ জন
১৩। বাংলাদেশের কৃষি পরিবেশ অঞ্চল কয়টি?
(ক) ২৯ টি
(খ) ৩০ টি
(গ) ৩১ টি
(ঘ) ৩২ টি
১৪। আখাউড়া সোপান অঞ্চলের উপ-অঞ্চল কয়টি?
(ক) ২ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি
(ঘ) কোন উপ-অঞ্চল নাই
১৫। মধুপুর অঞ্চলের উপ-অঞ্চল কয়টি?
(ক) ৫ টি
(খ) ৬ টি
(গ) ৭ টি
(ঘ) ৮ টি
১৬। বাংলাদেশের বেশির ভাগ অঞ্চল কোন এলাকার অন্তর্ভূক্ত?
(ক) পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনার প্লাবন ভূমি অঞ্চল
(খ) উচ্চ ভূমি অঞ্চল
(গ) সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি অঞ্চল
(ঘ) পাহাড়িয়া অঞ্চল
১। (ঘ) | ২। (গ) | ৩। (ক) | ৪। (ঘ) | ৫। (গ) | ৬। (খ) | ৭। (গ) | ৮। (ক) |
৯। (ঘ) | ১০। (গ) | ১১। (খ) | ১২। (গ) | ১৩। (খ) | ১৪। (ঘ) | ১৫। (খ) | ১৬। (গ) |