কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলি
প্রশ্নঃ গম ছিটিয়ে বুনলে হেক্টর প্রতি বীজ হার কত?
উত্তরঃ ১৩০-১৪০ কেজি/হেক্টর।
প্রশ্নঃ গম সারিতে বুনলে হেক্টর প্রতি বীজ হার কত?
উত্তরঃ ১২০-১৩০ কেজি।
প্রশ্নঃ গম বোনার কত দিনের মধ্যে মুকুট শিকড় জন্মে?
উত্তরঃ ২-৩ সপ্তাহে।
প্রশ্নঃ গমের জমি কতদিন পর্যন্ত আগাছা মুক্ত রাখতে হয়?
উত্তরঃ ৪০-৫০ দিন।
প্রশ্নঃ গমের বীজ গুদামজাত করনে আদ্রতা কত হওয়া উচিত?
উত্তরঃ ১২% এর নিচে।
প্রশ্নঃ গমের শীষে বীজের আর্দ্রতা কত হলে কর্তন করা যায়?
উত্তরঃ ২০-২৫% হলে।
প্রশ্নঃ সোয়ান-২ ভুট্টার জাত কোথা হতে আগত?
উত্তরঃ থাইল্যান্ড।
প্রশ্নঃ বীজ উৎপাদনের জন্য ভুট্টার বীজ হার কত?
উত্তরঃ ১৩০ কেটি/হেক্টর।
প্রশ্নঃ ভুট্টা চাষে উইরিয়া কতবার প্রয়োগ করলে ফলন ভাল হয়?
উত্তরঃ ২ বার।
প্রশ্নঃ উন্নত পদ্ধতিতে চাষ করলে ভুট্টার ফলন ভাল হয়?
উত্তরঃ ৩-৩.৫ টন/হেক্টর।
ধন্যবাদ।