কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলি
প্রশ্নঃ নিস্কাশন বলতে কি বোঝায়?
উত্তরঃ ফসলের অতিরিক্ত পানি দূর করা।
প্রশ্নঃ প্রতি বছর রোগ ও পোকা মাকড় দ্বারা ফসলের শতকরা কতভাগ ক্ষতি হয়?
উত্তরঃ ১৫-২৫ ভাগ্
প্রশ্নঃ উপকারি পোকা কোনটি?
উত্তরঃ মাজরা পোকা।
প্রশ্নঃ পোকা দ্বারা বছরে ফসল নষ্ট হয়?
উত্তরঃ ৫-৭ লক্ষ টন।
প্রশ্নঃ ফসল উত্তোলন কিসের উপর নির্ভরশীল?
উত্তরঃ পরিপক্কতার ওপর।
প্রশ্নঃ দেহতাত্ত্বিক পরিপক্কতায় সংগৃহিত ফসল গুলো কি?
উত্তরঃ ধান, গম, সরিষা ও ডাল।
প্রশ্নঃ ব্যবহারিক পরিপক্কতায় সংগৃহিত ফসল গুলো কি?
উত্তরঃ আখ।
প্রশ্নঃ মাড়াই করার সর্বোত্তম স্থান কোনটি?
উত্তরঃ পাকা মেঝে।
প্রশ্নঃ গুদামজাত করণে বীজের আর্দ্রতা কত?
উত্তরঃ ১০-১২% উপযোগী।
প্রশ্নঃ রোপা আউশের বীজ বপনের উযুক্ত সময় কখন?
উত্তরঃ মার্চ-এপ্রিল মাস।