কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলি

প্রশ্নঃ বৃক্ষজাতীয় ফসলে বছরে কতবার সার দেওয়া উচিত?

উত্তরঃ দুই (২)বার।

প্রশ্নঃ সার প্রধানত কত প্রকার?

উত্তরঃ ২ প্রকার।

প্রশ্নঃ সারের মাত্রা কিসের উপর নির্ধারণ করা হয়?

উত্তরঃ ফসলের চাহিদার।

প্রশ্নঃ নাইট্রোজেনের প্রধান উৎস কি?

উত্তরঃ ইউরিয়া।

প্রশ্নঃ ফসলের ফলন নির্ভর করে কিসের উপর?

উত্তরঃ বীজবপন সময়, সার প্রয়োগ ও পরিচর্যার ওপর।

প্রশ্নঃ ১৬ই মার্চ হতে ১৫জুন পর্যন্ত কোন মৌসুম?

উত্তরঃ খরিফ-১ মৌসুম।

প্রশ্নঃ ১৬ জুন হতে ১৫ ই অক্টোবর পর্যন্ত কোন মৌসুম?

উত্তরঃ খরিফ-২ মৌসুম।

প্রশ্নঃ ১৬ ই অক্টোবর হতে ১৫ ই মার্চ পর্যন্ত মৌসুম?

উত্তরঃ রবি মৌসুম।

প্রশ্নঃ একবারে পাতলা করা যায় না কোন ফসলে?

উত্তরঃ পাট পসলে।

প্রশ্নঃ উদ্ভিদ তার পুষ্টি উপাদান গ্রহণ করে কি ভাবে?

উত্তরঃ কঠিন আকারে।