কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
প্রশ্নঃ গমের ক্ষতি করে কে?
উত্তরঃ ইঁদুর।
প্রশ্নঃ জলি আমন ধানের ক্ষতিকর ইঁদুরের নাম কি?
উত্তরঃ মাঠের বড় কালো ইঁদুর।
প্রশ্নঃ মূল জাতীয় ফসলের ক্ষতি করে কোন প্রাণী?
উত্তরঃ সজারু।
প্রশ্নঃ ইঁদুরের দৃষ্টি শক্তি কেমন?
উত্তরঃ খুবই ক্ষীণ।
প্রশ্নঃ অধিকাঙশ ইঁদুর কখন সজাগ থাকে?
উত্তরঃ সন্ধ্যায়।
প্রশ্নঃ মাঠের কালো ইঁদুর তার গর্ত হতে কতদুর পর্যন্ত চলাফেরা করে?
উত্তরঃ ২০ মিটার।
প্রশ্নঃ ইঁদুর কোন পরিবারের অন্তভূক্ত?
উত্তরঃ মিউরিডি।
প্রশ্নঃ সারা পৃথিবীতে ইদুরের প্রজাতীর সংখ্যা কতটি?
উত্তরঃ ১৭০০ টি।
প্রশ্নঃ অতিরিক্ত ঠান্ডা বা গরমে ইঁদুরের বংশ বৃদ্ধি কেমন হয়?
উত্তরঃ কম হারে।
প্রশ্নঃ ইঁদুর একসঙ্গে কয়টি বাচ্চা প্রসব করতে পারে?
উত্তরঃ ৬-৭ টি বাচ্চা।
প্রশ্নঃ ভাসা আমন ক্ষেতে ইঁদুর কেমন বাসা তৈরি করে?
উত্তরঃ গোলাকার।
প্রশ্নঃ শস্যক্ষেতে ইঁদুরের ক্ষতির চিহ্ণ কেমন?
উত্তরঃ তেরছা।