কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলি
প্রশ্নঃ উদ্যান তাত্ত্বিক ফসলের জন্য কি প্রয়োজন হয়?
উত্তরঃ বেশি যত্নের প্রয়োজন হয়।
প্রশ্নঃ সবুজ সার হিসেবে ব্যবহৃত হয় কি?
উত্তরঃ ধৈইঞ্চা গাছ।
প্রশ্নঃ বীজতলা সাধাণত কত প্রকার?
উত্তরঃ ৪(চার) প্রকার।
প্রশ্নঃ জমির আয়তন বড় হলে বীজতলা কিভাবে তৈরি করা হয়?
উত্তরঃ লাঙ্গলের দ্বারা কর্ষণ করে।
প্রশ্নঃ রোপা আমন ধানের জন্য কি ধরনের বীজতলা তৈরি করা হয়?
উত্তরঃ ভিজা বীজতলা তৈরি করা হয়।
প্রশ্নঃ শুকনো বীজতলার কি প্রয়োজন?
উত্তরঃ শুকনো অবস্থায় চাষ দেওয়া।
প্রশ্নঃ দাপগ বীজতলা কেন তৈরি করা হয়?
উত্তরঃ বর্ষার পানির দারুন কোন স্থান ডুবে গেলে।
প্রশ্নঃ ধানে দেশি উন্নত জাত কোনটি?
উত্তরঃ ধারিয়াল,মরিচবটি,পানিবিড়া ইত্যাদি।
প্রশ্নঃ পাটের দেশি জাত কোনটি?
উত্তরঃ ডি-১৫৪।
প্রশ্নঃ উচু জমির আখের জাত কোনটি?
উত্তরঃ ঈশ্বরদি-১৬।
অনেক সুন্দর ভাই চালিয়ে যান, আমরা আছি আপনার সাথে, আমাদের ওয়েব সাইটেও আপনাকে স্বাগতম PC HELP CENTER (BD)
krishi gann chorcha mulok onak sundor akta site. vai chaliye jan….amra asi apner sathe. Best of luck. (Bangla font problem hosse……lekha elo melo astese)
আসসালামু আলাইকুম,আলহাদুলিল্লাহ ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করার জন্য।৩১শে ডিসেম্বর এই সাইটি সার্ভারে উঠানো হয়েছে। এখনো কাজ চলছে। আশা করি অল্প কিছুদিনের মধ্যে মোটামুটি কাজ শেষ হয়ে যাবে।আপনি ইচ্ছে করলে এখানে কৃষি ভিত্তিক যেকোন লেখা প্রকাশ করতে পারেন।