কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
প্রশ্নঃ চা-এর দুটি ক্ষতিকর রোগের নাম কি?
উত্তরঃ ব্লিষ্টার ব্লাইট ও রেডরাস্ট।
প্রশ্নঃ প্রথম ব্লিস্টার কখন কোথায় দেখা যায়?
উত্তরঃ ১৮৬৮ সালে, আসামে।
প্রশ্নঃ ব্লিস্টার ব্লাইট কখন আক্রমণ করে?
উত্তরঃ একমাসের কমবয়সী কচি পাতায়?
প্রশ্নঃ লাল মরিচা রোগের জীবাণুর নাম কি?
উত্তরঃ শ্যাওলা।
প্রশ্নঃ ব্লিস্টার ব্লাইটের জীবাণুর নাম কি?
উত্তরঃ Exobasidium vexans.
প্রশ্নঃ মরিচের পাতার দাগ রোগ ছড়ায় কি দ্বারা?
উত্তরঃ বীজ দ্বারা।
প্রশ্নঃ লিফর্কাল এর জীবাণুর নাম কি?
উত্তরঃ Tobacco leaf carl Virus.
প্রশ্নঃ পিঁয়াজের পার্পলব্লচ কি বাহিত রোগ?
উত্তরঃ বীজ বাহিত।
প্রশ্নঃ পার্পল ব্লচের প্রভাবে বীজ কী হয়?
উত্তরঃ অপুষ্ট হয়।
প্রশ্নঃ পার্পল ব্লচ দ্রুত বিস্তার লাভ করে কিভাবে?
উত্তরঃ বৃষ্টির ঝাপটায়।
প্রশ্নঃ পার্পল ব্লচ দমনে বীজ শোধকের নাম কি?
উত্তরঃ রোভরাল/ভিটাভেক্স-২০০।