কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী

প্রশ্নঃ শিমের রাষ্ট কোন পাতায় হয়?

উত্তরঃ পুরাতন পাতায়।

প্রশ্নঃ মরিচা রোগ কেমন আবহাওয়া হয়?

উত্তরঃ মেঘাছন্ন আবহাওয়ায়।

প্রশ্নঃ ক্যাবেজ ইফেলোজ আক্রান্ত পাতার কিনারার রঙ কি?

উত্তরঃ বেগুনি।

প্রশ্নঃ ক্যাবেজ ইফেলোজ হলে ফুরাডান কেন দিতে হয়?

উত্তরঃ কৃমি ধ্বংসের জন্য।

প্রশ্নঃ গোবর প্রয়োগে ক্যাবেজ ইয়োলোজ হ্রাস পায় তার কারণ কি?

উত্তরঃ মাটির ক্ষারত্ব বাড়ে।

প্রশ্নঃ পুঁইশাকের পাতায় দাগ রোগের জীবাণুর নাম কি?

উত্তরঃ Cercospora Canencens.

প্রশ্নঃ পুঁইশাকের পাতার দাগ দমনের কার্যকারি ঔষধের নাম কি?

উত্তরঃ টিল্ট।

প্রশ্নঃ গোড়াপচা রোগাক্রান্ত গাছের গোড়ায় ছাই দিলে কি হয়?

উত্তরঃ নতুন মূল গাছ ভাল হয়।

প্রশ্নঃ পাতার দাগ তামাকের কি ক্ষতি করে?

উত্তরঃ শিল্পগুণ নষ্ট করে।

প্রশ্নঃ Alternaria দাগের জন্য উপযুক্ত ঔষধ কি?

উত্তরঃ রোভরাল।