কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
প্রশ্নঃ আলুর চোখ ছত্রাকের আক্রমণ কেমন বর্ণের হয়?
উত্তরঃ বাদামি।
প্রশ্নঃ আক্রান্ত আলু থেকে পুঁজ কেন বের হয়?
উত্তরঃ ব্যাকটেরিয়ার আক্রমণ।
প্রশ্নঃ লিফর্কাল ভাইরাসের বাহক কি?
উত্তরঃ সাদামাছি।
প্রশ্নঃ লিফর্কাল ভাইরাসের বিকল্প পোষাকের নাম কি?
উত্তরঃ তামাক ও পেঁপে।
প্রশ্নঃ শিকড় গিট দমনের জন্য কার্যকারি ঔষধের নাম কি?
উত্তরঃ ফুরাডান ৫ জি।
প্রশ্নঃ বেগুনের ক্ষুদেপাতা রোগের কারণ কি?
উত্তরঃ মাইকোপ্লাজমা।
প্রশ্নঃ বেগুনের ক্ষুদেপাতা রোগের বাহক পোকার নাম কি?
উত্তরঃ জ্যাসিড পোকা।
প্রশ্নঃ গোড়াপচা সহনশীল বেগুনের জাতের নাম কি?
উত্তরঃ মিরসরাই-১।
প্রশ্নঃ বেগুনের ফলপচা রোগ তীব্র হয় কখন?
উত্তরঃ বর্ষাকালে।
প্রশ্নঃ বেগুনের ফল পচা রোগের জীবাণুর নাম কি?
উত্তরঃ Phomposis vexans.