কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
প্রশ্নঃ সূর্যমুখী ব্লাইটের জীবাণুর নাম কি?
উত্তরঃ Alternaria halianthi.
প্রশ্নঃ সূর্যমুখী অলটারনারিয়া ব্লাইট দমনের কার্যকরি ঔষধের নাম কি?
উত্তরঃ রোভলাল।
প্রশ্নঃ সূর্যমুখীর নেক ক্র্যাক কিসের অভাবে হয়?
উত্তরঃ বোরনের।
প্রশ্নঃ সয়াবীনের এনথ্রাকনোজ কি দ্বারা ছড়ায়?
উত্তরঃ বীজ।
প্রশ্নঃ সয়াবীনের এনথ্রাকনোজ রোগের জবিাণুর নাম কি?
উত্তরঃ Colletotrichum dematium.
প্রশ্নঃ সয়াবীনের রাস্টের জীবাণুর নাম কি?
উত্তরঃ Cercospora pachirizi.
প্রশ্নঃ Cercospora পাতার দাগের রঙ কেমন?
উত্তরঃ চকলেট।
প্রশ্নঃ মড়ক রোগের আক্রমণে আলুতে কেমন লক্ষণ দেখা যায়?
উত্তরঃ আলুর ভিতরে হালকা বাদামি বলয়।
প্রশ্নঃ মড়ক রোগের আক্রমণে টমেটোতে কি লক্ষণ দেখা যায়?
উত্তরঃ বাদামি দাগ।
প্রশ্নঃ মড়ক রোগের জীবাণু ছড়ানোর মাধ্যম কি?
উত্তরঃ বৃষ্টি ও সেচের পানি।
প্রশ্নঃ ভাইরাস দমনে কীটনাশক কেন ব্যবহার করা হয়>
উত্তরঃ পোকা ভাইরারেস বাহক বলে।