কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী

প্রশ্নঃ বাংলাদেশে তৈল উৎপাদনে সরিষার হিংসা কত ভাগ?

উত্তরঃ ৮০%।

প্রশ্নঃ অলটারনারিয়া ব্লাইটের বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ কি?

উত্তরঃ বলয় আকৃতির দাগ।

প্রশ্নঃ অলটারনারিয়া ব্লাইট কখন তীব্র হয়?

উত্তরঃ ডিসেম্বর-জানুয়ারি মাসে।

প্রশ্নঃ Altarnaria Brassicae এর বিকল্প পোষাকের নাম কি?

উত্তরঃ বাধাঁকপি/ফুলকপি।

প্রশ্নঃ ডাউনি ঝুল পাতার কোথায় আবির্ভূত হয়?

উত্তরঃ নিচের পৃষ্ঠে।

প্রশ্নঃ ভুলকীর বীজ মাটিতে কত বছর পর্যন্ত অবস্থান করে?

উত্তরঃ ১০ বছর পর্যন্ত।

প্রশ্নঃ টিটকা রোগের অপর নাম কি?

উত্তরঃ Cercospora leaf sports.

প্রশ্নঃ বাংলাদেশে টিটকা রোগের প্রার্দুভাব কখন ঘটে?

উত্তরঃ জুন-আগষ্ট মাসে।

প্রশ্নঃ টিটকা রোগ প্রতিরোধী বাদামের জাতের নাম কি?

উত্তরঃ ডিজি-২।

প্রশ্নঃ Rust Pustle বাদামের জাতের নাম কি?

উত্তরঃ নিচের পৃষ্ঠে।

প্রশ্নঃ Rust সহনশীল বাদামের জাতের নাম কি?

উত্তরঃ জিংগা ও বাসন্তি বাদাম।

প্রশ্নঃ বাদামের রাস্ট দমনের কার্যকরি ঔষধের নাম কি?

উত্তরঃ ক্যালিক্সিন (০.১%)।