এসএএও নিয়োগ পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলি (২৫তম পর্ব)
মোঃ আবুল বাশার | ১,২২৪ বার পঠিত | মে ১৪, ২০১৪ | এম সি কিউ,এসএএও নিয়োগ পরীক্ষা,কৃষি জ্ঞান,প্রশ্ন-উত্তর | No | ১০:২৭ PM |
কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
প্রশ্নঃ বাংলাদেশে গুদামজাত শস্যের ক্ষতিকারক পোকা মাকড় দ্বারা বছরে শতকরা কতভাগ শস্য নষ্ট হয়?
উত্তরঃ ১২-১৩%।
প্রশ্নঃ গুদামজাত শস্যের পোকার জীবন স্তর কয়টি?

উত্তরঃ চারটি।
প্রশ্নঃ চালের গুড় পোকা কয়দিনে ডিম ফুটে গ্রাব কীড়ায় পরিণত হয়?
উত্তরঃ ৫-৭ দিনে।
প্রশ্নঃ গুদাম শস্য হতে মাটে এবং মাঠ হতে গুদামে কোন পোকা উড়ে আসতে পারে?
উত্তরঃ চালের শুড় পোকা।
প্রশ্নঃ শস্য গুদামের ক্ষতিকারক পোকার মধ্য সবচেয়ে বড় পোকার নাম কি?
উত্তরঃ ধান চালের লাল শুষরি পোকা।
প্রশ্নঃ ডালের শুষরি পোকার জীবন চক্র কতদিন সম্পন্ন হয়?
উত্তরঃ ২৮-৩০ দিন।
প্রশ্নঃ অধিকাংশ গুদামজাত শস্যের পোকার অনুকূল তাপমাত্রা কত?
উত্তরঃ ২৭-৩০°সেলসিয়াস।
প্রশ্নঃ চাষী পর্যায়ে ব্যবহার আদৌ যুক্তিযুক্ত নয় কি?
উত্তরঃ মিথাইল ব্রোমাইড গ্যাস।
প্রশ্নঃ দীর্ঘদিন গোলাজাত শস্যেকে পোকামুক্ত রাখতে পারে কি?
উত্তরঃ একটেলিক ২%।
প্রশ্নঃ ইঁদুর জাতীয় প্রাণী বলতে কি বুঝায়?
উত্তরঃ তীক্ষ্ণ দাঁত বিশিষ্ট প্রাণী।
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
১,২২৪ বার পঠিত | মে ১৪, ২০১৪ | ১০:২৭ PM