কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী

প্রশ্নঃ প্যারিস গ্রীণ কি?

উত্তরঃ অজৈবিক কীটনাশক।

প্রশ্নঃ অরগানো কার্বামেট কি?

উত্তরঃ কৃত্রিম জৈব শ্রেণীর কীটনাশক।

প্রশ্নঃ বিষক্রিয়ার ধরন অনুযায়ী কীটনাশক কত প্রকার?

উত্তরঃ ৫ প্রকার।

প্রশ্নঃ বিষটোপ কোন জাতীয় বিষ দ্বারা তৈরি করা হয় ?

উত্তরঃ পাকস্থলী বিষ।

প্রশ্নঃ অরগানো ফসফরাস যৌগের নাম কি?

উত্তরঃ বাসুডিন।

প্রশ্নঃ স্থায়িত্ব বেশি কীটনাশকে নাম কি?

উত্তরঃ হেপ্টাক্লোর।

প্রশ্নঃ ফসলের কৃমি দমনের জন্য ব্যবহৃত হয় কি?

উত্তরঃ ফুরাডান।

প্রশ্নঃ পোকার ত্বক দ্বারা শোষিত হয়ে পোকার স্নায়ুতন্ত্রে বিষক্রিয়া ঘটায় কোন জাতীয় বিষ?

উত্তরঃ স্পর্শ বিষ।

প্রশ্নঃ প্রকৃত বিষের পরিমাণ বেশি থাকে কোন কীটনাশকে?

উত্তরঃ তরল কীটনাশকে।

প্রশ্নঃ জলসিক্ত গুড়া কীটনাশকের নাম কি?

উত্তরঃ ডাইএলড্রিন ৫০ ডব্লিউ পি।

প্রশ্নঃ গুড়া কীটনাশকের সক্রিয় উপাদান শতকরা কতভাগ থাকে?

উত্তরঃ ০.৫-১০%।

প্রশ্নঃ বাংলাদেশে সর্বপ্রথম কীটনাশক অধ্যাদেশ কখন জারি করা হয়?

উত্তরঃ ১৯৭১ সালে।