কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলি
প্রশ্নঃ ছোলা কি জাতীয় ফসল?
উত্তরঃ লিগিউম জাতীয় ফসল।
প্রশ্নঃ ছোলার উল্লেখযোগ্য ক্ষতিকারক পোকা কোনটি?
উত্তরঃ গুটি ছেদক পোকা।
প্রশ্নঃ ছোলার উচ্চ ফলনশীল জাত কি?
উত্তরঃ ভাঙ্গুরা-৪৫।
প্রশ্নঃ ছোলার জীবন কালে বৃষ্টিপাত বেশি ক্ষতিকর কোন সময়?
উত্তরঃ ফুল ফোটার সময়।
প্রশ্নঃ বাংলাদেশে মসুর চাষ হয় কোন মৌসুমে?
উত্তরঃ রবি মৌসুমে।
প্রশ্নঃ মসুর বীজ বপনের উপযুক্ত সময় কখন?
উত্তরঃ অক্টোবর-নভেম্বর মাস।
প্রশ্নঃ মসুর বীজ বপনে সারির দুরত্ব কত?
উত্তরঃ ৩০ সে.মি.।
প্রশ্নঃ মটর বীজ বপনের উত্তম সময় কখন?
উত্তরঃ অক্টোবর-নভেম্বর।
প্রশ্নঃ মটর চাষে উপযোগী তাপমাত্রা কত?
উত্তরঃ ১৩°-১৮° ডিগ্রী সে.।
প্রশ্নঃ মটর চাষে হেক্টর প্রতি গড় বীজ হার কত?
উত্তরঃ ৭০-৭৫ কেজি।
এক কথায় অসাধারণ ভাই। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।