কৃষি বিষয়ক গুরুতত্বপূর্ণ তথ্যঃ

প্রশ্নঃ তিল ছিটিয়ে বুনলে বীজহার কত?

উত্তরঃ ৮-৯ কেজি/হেক্টর।

প্রশ্নঃ খোসা ছড়ানো চীনাবাদামের শতকরা কতভাগ তেল থাকে?

উত্তরঃ ৪৮-৫০ ভাগ।

প্রশ্নঃ চীনাবাদামের জন্য উপযোগী মাটি কোনটি?

উত্তরঃ বেলে দোঁআশ মাটি।

প্রশ্নঃ চীনাবাদামে বীজ ও খোসার অনুপাত কত?

উত্তরঃ ৩:২।

প্রশ্নঃ চীনাবাদাম চাষে হেক্টর প্রতি গড় ফলন কত হয়?

উত্তরঃ ১৬০০-৩১০০ কেজি/হেক্টর।

প্রশ্নঃ আখ পরিপক্কতার জন্য কত তাপমাত্রার প্রয়োজন হয়?

উত্তরঃ ১৮-২২ সেলসিয়াস।

প্রশ্নঃ বীজের জন্য আখের বযস কত হওয়া উচিত?

উত্তরঃ ৮-৯ মাস।

প্রশ্নঃ আখের জমি কতদিন পর্যন্ত আগাছামুক্ত রাখা উচিত?

উত্তরঃ ৩-৪ মাস।

প্রশ্নঃ আখের জমিতে কেমন সেচের প্রয়োজন হয?

উত্তরঃ ২৫০-৩০০ সে.মি।

প্রশ্নঃ  বাংলাদেশে ১০০ টন আখ হতে কত চিনি পাওয়া যায়?

উত্তরঃ ৬-৭ টন।