কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী

প্রশ্নঃ  ‍মুগডালের বেশি চাষ হয় কোন জেলায়?

উত্তরঃ বরিশাল ও পটুয়াখালীতে।

প্রশ্নঃ মাসকলাই এর ইংরেজি নাম কি?

উত্তরঃ  Black gram.

প্রশ্নঃ গর্জন তিলের নাম কি?

উত্তরঃ গুজিতিল।

প্রশ্নঃ গর্জন তিলের জাতের নাম কি?

উত্তরঃ শোভা।

প্রশ্নঃ নেপিয়ার ঘাস কোন পরিবারের?

উত্তরঃ গ্রামিনি।

প্রশ্নঃ নেপিয়ার ঘাস কত বড় হলে কাটা যায়?

উত্তরঃ ৯০ সে.মি লম্বা হলে।

প্রশ্নঃ রোপণের কত বছর পর্যন্ত নেপিয়ার ঘাস কাটা যায়?

উত্তরঃ ৫-৬ বছর।

প্রশ্নঃ  শনপাট হেক্টর প্রতি কত কেজি নাইট্রোজেন যোগ করে?

উত্তরঃ ৮৪ কেজি।

প্রশ্নঃ  মেস্তা ও কেনাফ কোন পরিবারের?

উত্তরঃ মালভেসি।

প্রশ্নঃ  মেস্তা ও কেনাফ বপনের উপযুক্ত সময় কখন?

উত্তরঃ ফাল্গুন ও চৈত্র মাসে।