কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
প্রশ্নঃ গমে সেচ দেওয়ার গুরুত্বপূর্ণ সময় কখন?
উত্তরঃ মুকুট হলে।
প্রশ্নঃ চারা পাতলা করণে ব্যবহৃত যন্ত্রের নাম কি?
উত্তরঃ নিড়ানি।
প্রশ্নঃ আর্থিং আপ করা হয় কোন ফসলের?
উত্তরঃ আখ।
প্রশ্নঃ গুদামজাত করণে বীজের আর্দ্রতা কত হওয়া উচিত?
উত্তরঃ ৮-১৩%।
প্রশ্নঃ বাজরা চাষ উপযোগী কোন পরিবেশ?
উত্তরঃ খরা পরিবেশ।
প্রশ্নঃ বাজরা কোন মৌসুমে আবাদ করা হয়?
উত্তরঃ খরিফ-১ মৌসুমে।
প্রশ্নঃ যব বাংলাদেশে কী নামে পরিচিত?
উত্তরঃ পায়রা নামে পরিচিত।
প্রশ্নঃ কাউন চাষাবাদ করা হয় কোন জমিতে?
উত্তরঃ অনুর্বর জমিতে।
প্রশ্নঃ কাউন কী সহ্য করতে পারে না?
উত্তরঃ জলাবদ্ধতা।
প্রশ্নঃ কাউনের জাতের নাম কি?
উত্তরঃ তিতাস।