কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
প্রশ্নঃ শতকরা কতভাগ বল ফেটে গেলে তুলা সংগ্রহ করতে হয়?
উত্তরঃ ৩০-৪০%।
প্রশ্নঃ চা চাষে উপযোগী মাটির অম্লমান কত?
উত্তরঃ ৪.৫-৬.০ পি এইচ।
প্রশ্নঃ চা চাষে সর্বনিম্ন বার্ষিক বৃষ্টিপাত কত হওয়া দরকার?
উত্তরঃ ১২৫ সে.মি।
প্রশ্নঃ চা কাটিং করার কতদিন পর মূল বাগানে রোপণ করা যায়?
উত্তরঃ ৮-১২ মাস পর।
প্রশ্নঃ চা বাগানে কতদিন পর্যন্ত আগাছা দমন গুরুত্বপূর্ণ?
উত্তরঃ ৩-৪ বছর।
প্রশ্নঃ তামাকের হেক্টর প্রতি বীজ হার কত?
উত্তরঃ ৮০-৯০ গ্রাম/হেক্টর।
প্রশ্নঃ সয়াবীন বপনের উপযুক্ত সময় কখন?
উত্তরঃ মধ্য ডিসেম্বর-মধ্য জানুয়ারি।
প্রশ্নঃ সয়াবিনের গড় ফলন কত?
উত্তরঃ ১৫০০-২০০০ কেজি/হেক্টর।
প্রশ্নঃ সূর্যমুখীর বীজে শতকরা তেল আছে কতভাগ?
উত্তরঃ ৪৫-৫০%।
প্রশ্নঃ সূর্যমুখীর বীজহার কত?
উত্তরঃ ৮-১০ কেজি/হেক্টর।