কৃষি বিষয়ক গুরুতত্বপূর্ণ তথ্যঃ
প্রশ্নঃ আখ কখন রোপণ করা হয়?
উত্তরঃ অক্টোবর হতে এপ্রিল পর্যন্ত।
প্রশ্নঃ পাট রোপণের উপযুক্ত সময় কখন?
উত্তরঃ মার্চ এপ্রিল মাসে।
প্রশ্নঃ পাটের জমিতে আড়াআড়িভাবে কতটি চাষ ও মই দিতে হয়?
উত্তরঃ ৮-১০ টি চাষ ও মই।
প্রশ্নঃ দেশি আগাম পাটের জাতের নাম কি?
উত্তরঃ সিভিই-৩।
প্রশ্নঃ পাটের চারা কতবার পাতলা করতে হয়?
উত্তরঃ ২ বার।
প্রশ্নঃ পাট কাটার উপযুক্ত সময় কখন?
উত্তরঃ ৫০% ফুলের কুঁড়ি হলে।
প্রশ্নঃ পাটের জাগের উপর কতটুকু পানি থাকতে হবে?
উত্তরঃ ৮-১০ সে.মি।
প্রশ্নঃ পাটের রিবন রেটিং কেন করা হয়?
উত্তরঃ পাট পচানো পানির অভাবে।
প্রশ্নঃ তুলা বপনের উপযুক্ত সময় কখন?
উত্তরঃ সেপ্টেম্বর মাস।
প্রশ্নঃ তুলার হেক্টর প্রতি বীজ হার কত?
উত্তরঃ ১৫-২০ কেজি/হেক্টর।