কৃষি বিষয়ক গুরুতত্বপূর্ণ তথ্যঃ

প্রশ্নঃ মটরের জমিতে পানি প্রয়োজন বেশি হয় কখন?

উত্তরঃ ফুল ফোটার সময়।

প্রশ্নঃ খেসারি সাথী ফসল হিসেবে চাষ করা যায় কোন ফসলে?

উত্তরঃ রোপা আমন ধানে।

প্রশ্নঃ খেসারি ডালের হেক্টর প্রতি বীজহার কত?

উত্তরঃ ৩০-৩৫ কেজি।

প্রশ্নঃ খেসারি বপনে উপযুক্ত সময় কখন?

উত্তরঃ অক্টোবর-নভেম্বর মাসে।

প্রশ্নঃ সরিষা বপনে উপযুক্ত সময় কখন?

উত্তরঃ মধ্য আশ্বিন-মধ্য অগ্রহায়ণ।

প্রশ্নঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত সরিষার জাত কোনটি?

উত্তরঃ সম্বল, সম্পদ ইত্যাদি।

প্রশ্নঃ সরিষার চারা কতবার পাতলা করতে হয়?

উত্তরঃ ২ বার।

প্রশ্নঃ সরিষার মারাত্মক ক্ষতিকর পোকা কোনটি?

উত্তরঃ জাব পোকা।

প্রশ্নঃ স্বল্প মেয়াদি সরিষার জাতের নাম কি?

উত্তরঃ টরি-৭।

প্রশ্নঃ টি-৬ তিলের জাতটি পরিপক্ক হয় কত দিনে?

উত্তরঃ ৮৫-৯০ দিনে।