কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
প্রশ্নঃ কফি কোন পরিবারের অন্তভূক্ত?
উত্তরঃ রুবিয়েসি।
প্রশ্নঃ কফির চারা রোপনের উপযুক্ত সময় কখন?
উত্তরঃ মে-আগষ্ট মাসে।
প্রশ্নঃ খরার প্রভাব কি?
উত্তরঃ পাতা নেতিয়ে পড়ে।
প্রশ্নঃ ফসলের খরা এড়ানো অর্থ কী?
উত্তরঃ খরায় না পড়া।
প্রশ্নঃ জমি লবণাক্ত হওয়ার প্রধান কারণ কি?
উত্তরঃ ওয়োদারিং।
প্রশ্নঃ লবণাক্ততা সহ্য করতে পারে কোন গাছ?
উত্তরঃ খেজুর গাছ।
প্রশ্নঃ যুক্তরাষ্ট্রে মাছ চাষের অগ্রনায়ক কাকে মনে করা হয়?
উত্তরঃ জর্জ এমবডিকে।
প্রশ্নঃ মাছের চামড়ায় কোন খাদ্য প্রাণ রয়েছে?
উত্তরঃ খাদ্যপ্রাণ সি.।
প্রশ্নঃ মৎস্য সম্পদের উৎস্য কয়টি?
উত্তরঃ ৪টি।
প্রশ্নঃ বাংলাদেশে মাছ চাষের ভূমিকা কে নেন?
উত্তরঃ নাজির আহমেদ।