কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
প্রশ্নঃ বীজবপনের পূর্বের কাজ কী?
উত্তরঃ অংকুরোদগম পরীক্ষা।
প্রশ্নঃ বীজ বপনের গভীরতা নির্ভর করে কিসের উপর?
উত্তরঃ বীজের আকারের উপর।
প্রশ্নঃ অধিক পরিমাণ পুষ্টি উপাদান কোন সারে থাকে?
উত্তরঃ কম্পোষ্ট সার।
প্রশ্নঃ গাছের সারের প্রয়োজনীয়তা কখন বেশি হয়?
উত্তরঃ কুঁশি তৈরি অবস্থা।
প্রশ্নঃ নাইট্রোজেন সার ব্যবহার করা হয় গাছের কোন পর্যায়ে?
উত্তরঃ বৃদ্ধি পর্যায়ে।
প্রশ্নঃ ইউরিয়া সার কখন প্রয়োগ করা উচিত নয়?
উত্তরঃ পাতা ভেজা অবস্থায়।
প্রশ্নঃ উদ্ভিদ কোষে শতকরা কতভাগ পানি থাকে?
উত্তরঃ ৮০-৯০ ভাগ।
প্রশ্নঃ উদ্ভিদের বিকাশ প্রক্রিয়ার উদাহরণ কি?
উত্তরঃ পুষ্পায়ন অবস্থা।
প্রশ্নঃ করুগেশন পদ্ধতির উন্নত সংস্করণ কোনটি?
উত্তরঃ নালা।
প্রশ্নঃ ফোয়ারা পদ্ধতি খুবই উপযোগী কোন অঞ্চলে?
উত্তরঃ পাহাড়িয়া ভূমি অঞ্চলে।